
আমার খুব কষ্ট হয় এই ভেবে যে Cryptic Fate এর চলো বাংলাদেশ টার মত তাদের আরেকটা গান ” লড়বে বাংলাদেশ” টা অত হাইপ পাইনাই! আগে যখন যেকোন খেলার আগে #লড়বেবাংলাদেশ #আক্রমণ হ্যাশট্যাগ দিয়ে স্ট্যাটাস আপডেইট করতাম কেউ বুঝত না এই দুইটা তাদের দেশের (ক্রিকেট + মুক্তিযুদ্ধ) গান! আমার খুব ই আক্ষেপ হয় যে লড়বে বাংলাদেশটা আড়ালে চাপা পড়ে গেছে। কিন্তু আমি এখনো প্রতি ম্যাচ শুরুর আগে এইটা একটানা শুনতে শুনতে চার্জড আপ হই।
“লড়বে বাংলাদেশ
খেলবে বাঘেরা
ছিনিয়ে আনবে আমার বিজয় ”
যখন এই কয়টা লাইন বলে আমি শিহরিত হই , আমাকে সাহসী করে , ” ধুর শালা সব ফাটাই ফেলবো , কাপছি কেন উত্তেজনায়? কিসের ভয়? আমরা জিতব আজ” এমন শক্তি যোগায়!