
কাল ঘোষনা করা হবে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। তার আগে আমার অনুমানের ভিত্তিতে ১৫ জনের একটা দল দিচ্ছি। কালকের স্কোয়াডে অনেকটা মিল থাকতে পারে অথবা পুরো মিলে যেতে পারে :p
১) তামিম
২) ইমরুল
৩) মমিনুল
৪) সাকিব
৫) মুশফিক
৬) রিয়াদ
৭) লিটন (চিল্লাচিল্লি করবেন না, লাস্ট টেস্ট এর ফর্ম দেখে নেয়া)
৮) শাহরিয়ার নাফিস
৯) সাব্বির
১০) নাসির
১১) রুবেল/শহীদ
১২) শফিউল
১৩) আল আমিন
১৪) তাইজুল
১৫) সৌম্য