
১৯৯৮, ২০০০,২০০২- রিয়াল মাদ্রিদের হয়ে নিজে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনবার ।এবার সে অভিজ্ঞতা থেকেই নিজের স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ দল বেছে নিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান লেফটব্যাক রবার্তো কার্লোস । আর তাতে মূলত প্রাধান্য পেয়েছে তার সাথে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে বিভিন্ন সময়ে খেলা খেলোয়াড়েরা । কার্লোসের দলে নিজেসহ আছেন চারজন ব্রাজিলিয়ান । সাথে ইকার ক্যাসিয়াস, লুইস ফিগো , জিদান আর ক্যানাভারোর মত সাবেক রিয়াল মাদ্রিদ তারকারা ।
সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে সাবেক বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লিজেন্ড রোনালদো নাজারিওকে বেছে নিতে খুব একটা ভাবতে হয় নি রবার্তো কার্লোসকে । রোনালদোর পিছে ফিগো আর রোনালদিনিয়ো । আর তার পিছে মাঝমাঠে জিদান-ম্যাকেলেলে আর সিডর্ফের জুটি ।
রাইটব্যাক হিসেবে কাফুর নামটা অনুমিতই ছিলো । আর কার্লোসের দলের দুই সেন্টারব্যাক ক্যানাভারো ও পাওলো মালদিনি । পোস্টের নিচে রেখেছেন ইকার ক্যাসিয়াসকে ।

ওহ …হ্যাঁ ! আজ কিন্তু রবার্তো কার্লোসের জন্মদিনও । শুভ জন্মদিন “দ্যা বুলেট ম্যান “…