
এক বন্ধু স্ট্যাটাস দিছে- “মাশরাফির শরীরের পুরাটাই হার্ট আর কলিজা।”
আমার এখনও মনে আছে ইন্ডিয়ার সাথে সেই টেস্ট ম্যাচে ইন্ডিয়ান সাংবাদিকরা মোহাম্মদ কাইফ এর বদলে আমাদের মাশরাফিকে চেয়েছিল!
ওহ ক্যাপ্টেইন! মাই ক্যাপ্টেইন!
দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে আগে আসলেন আর এসেই আমেরকে পর পর দুটা চার মারলেন এই দৃশ্যটা আমি আমার নাতি নাতনিদের সাথে বুড়া বয়সে গল্প করব। জাস্ট ম্যাচটা বাংলাদেশ ওখানেই জিতে গিয়েছিল।
সাচ আ ফাইটার। গুরু তোমায় সালাম।