
এশিয়া কাপে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছেন ভারতের নির্বাচকেরা। নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এশিয়া কাপ আগামীকালই মাঠে গড়ালেও রোহিতের নেতৃত্বে ভারত খেলতে নামবে আগামী মঙ্গলবার। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান ও হংকং।
ছয়টি দলের মধ্যে পরিসংখ্যান ও দলীয় পারফরম্যান্সের দিক থেকে সবার থেকে এগিয়ে আছে ভারত।
বিরাট কোহলি না থাকার কারণে ভারতীয় ব্যাটসম্যানদের উপর এবার দায়িত্ব অনেক। যদিও দুই ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের ব্যাট ইংল্যান্ড সিরিজে তেমন ছন্দে ছিল না।
তবে মিডেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভারত ‘বি’ দলের হয়ে মনীশ পান্ডে আশা জাগিয়েছেন বেশ। আরও আছেন অম্বাতি রাইডু ও কেদার যাদব। দলে আছে মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞ পিঞ্চ হিটার ও উইকেটরক্ষক। সাথে রাখা হয়েছে নিদাহাস কাপের ফাইনালে বাংলাদেশের শিরোপা স্বপ্ন চুরমার করে দেওয়া দীনেশ কার্তিক।
একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া। তার উপরে অনেক দায়িত্ব থাকবে। ইংল্যান্ড সফরেও দলের চাহিদার অনেকটাই পূরণ করেছেন, যার ফলে এশিয়া কাপে চার উপর চাপ বেশিই থাকবে। এছাড়া শক্ত বোলিং ইউনিট নিয়ে এশিয়া কাপে অংশ নিচ্ছে ভারত। এই সিরিজেই দলে জায়গা করে নিয়েছেন নতুন পেসার খলীল আহমেদ। সাবেক পেসার জহির খানের কাছ থেকে দীক্ষা নিয়ে নিজের জাদু দেখানোর অপেক্ষায় আছেন তিনি।
দেখে নেওয়া যাক কে কে আছে ভারতের দলে!
দল – ভারত
এশিয়া কাপে অংশগ্রহণ – ১৩ বার
সর্বোচ্চ সাফল্য – চ্যাম্পিয়ন (৬ বার)
আইসিসি র্যাঙ্কিং – ২
কোচ – রবি শাস্ত্রী
- রোহিত শর্মা (অধিনায়ক)
- শিখর ধাওয়ান (সহ অধিনায়ক)
- মহেন্দ্র সিং ধোনি
- লোকেশ রাহুল
- অম্বাতি রাইড়ু
- মনীশ পাণ্ডে
- হার্দিক পাণ্ডিয়া
- কুলদীপ যাদব
- যুঝবেন্দ্র চাহাল
- ভুবনেশ্বর কুমার
- জাসপ্রিত বুমরাহ
- দীনেশ কার্তিক
- অক্ষর প্যাটেল
- শার্দুল ঠাকুর
- খলিল আহমেদ
- কেদার যাদব