
অপেক্ষার পালা শেষ হচ্ছে। একদিন পরেই শুরু হতে যাচ্ছে এশিয়া ক্রিকেটের মহাযজ্ঞ। এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য বলতে দুইবার রানার্সআপ হওয়া। গত তিনবারের আসরে দুইবারই রানার্সআপ হয়ে বাংলাদেশ এর মধ্যেই জানিয়ে দিয়েছে নিছক অংশগ্রহণের জন্যই এখন আর এশিয়া কাপ খেলেনা তারা। তাই এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া টাইগাররা। সেজন্য মরুর দেশে চলছে ১৬ সদস্যের বাংলাদেশ দলের কঠোর অনুশীলন। টাইগাররা কি পারবে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতে ১৭ কোটি বাঙ্গালির প্রত্যাশা পূরণ করতে?
দলের অধিনায়কের দায়িত্ব যথারীতি নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজার কাঁধে। খুব সম্ভবত এবারের এশিয়া কাপটাই হতে যাচ্ছে মাশরাফির শেষ এশিয়া কাপ। কারণ, আগামী এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মাশরাফি এই সংস্করণকে বিদায় বলেছেন আগেই। দুয়ে দুয়ে চার মিলিয়ে তাই বলাই যায়, সংযুক্ত আরব আমিরাতেই মাশরাফির ক্যারিয়ারের শেষ এশিয়া কাপ। সহ-অধিনায়কের দায়িত্বে আছেন সাকিব আল হাসান। পরের পর্বে যেতে হলে আফগানিস্তান ও শ্রীলঙ্কার গ্রুপ থেকে অন্তত দ্বিতীয় হতে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মাঠে নামছে মাশরাফি বাহিনী। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপ এর এবারের আসর। দেখে নেওয়া যাক বাংলাদেশ দলটা কিরকম হল!
দল – বাংলাদেশ
এশিয়া কাপে অংশগ্রহণ – ১৩ বার
সর্বোচ্চ সাফল্য – রানার্সআপ (দুইবার)
আইসিসি র্যাঙ্কিং – ৭
কোচ – স্টিভ রোডস
- মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক)
- সাকিব আল হাসান (সহ অধিনায়ক)
- তামিম ইকবাল
- মুশফিকুর রহিম
- মাহমুদুল্লাহ রিয়াদ
- রুবেল হোসেন
- মুস্তাফিজুর রহমান
- মোসাদ্দেক হোসেন সৈকত
- মমিনুল হক
- মেহেদী হাসান মিরাজ
- আবু হায়দার রনি
- আরিফুল হক
- লিটন দাস
- নাজমুল হোসেন শান্ত
- মোহাম্মদ মিঠুন
- নাজমুল ইসলাম অপু