
স্টোক সিটির প্রস্তাবনাকে অগ্রাহ্য করে দলবদলের শেষ মুহূর্তে এভারটনে মৌসুমের শেষ পর্যন্ত ধারে খেলতে যোগ দিচ্ছেন ইংলিশ উইঙ্গার অ্যারন লেনন। যদিও ব্যক্তিগত চুক্তি এখনও সমঝোতায় পৌঁছায়নি তবুও বিভিন্ন বিশ্বস্ত সূত্রানুযায়ী আশা করা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মাঝেই চুক্তি সম্পন্ন করবেন টটেনহ্যামের এই খেলোয়াড়।