
এক জন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হিসেবে কয়েক দিন আগেও বেশ মানবেতর জীবন কাটাচ্ছিলাম।
মেম্ফিস ডেপায়কে কিনার পর পুরো ট্রান্সফার মার্কেটে ইউনাইটেড অনেকটাই নীরব। সাথে ফারমিনোকে পাওয়ার পর লিভারপুল ফ্যানদের তাচ্ছিল্য(যেন আমরা ডেপায়কে কিনি নাই)। মরার পর খাড়ার ঘা হয়ে দাঁড়াল ডে গেয়া সাগা। এই সাগার কোপে পরে আমরা প্রবেশ করলাম রামোস সাগায়, যার ফলে হয়ত মিস করলাম আমাদের প্রধান সেন্টার ব্যাক টার্গেট নিকোলাস ওটামেন্ডিকে।
এত দুশ্চিন্তার মাঝে আবার শুনলাম ক্লাইনেকে মিস করার কাহিনী। তবে কেন জানি মনে হচ্ছিল ক্লাইনেকে হয়ত কখনোই ইউনাইটেড ওভাবে চাই নাই।
সেটা যে আসলেই সত্য, তা বুঝা গেল ডারমিয়ানকে পাওয়ার কথা শুনে। খুব কম দামে এভাবে ইতালির প্রথম চয়েস রাইট ব্যাক পাচ্ছি, এর সাথে খুশির খবর যোগ হল স্নাইডারলিনের ইউনাইটেডে যোগ দেবার প্রায় নিশ্চিত এই কথা শুনে।
কিন্তু এখনো শেষ হয়নি। সবাই হয়ত জেনে গেছেন ইতোমধ্যে যে বাস্তিয়ান শোয়েনস্তেইগার এখন এক জন ম্যান ইউনাইটেড খেলোয়ার।
এই তো মাত্র শুধু, আরো চলবে।