
বুড়িয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া ?
কাকে ইংগিত করছো?
আমাকে?
সিংহ গতিপথ বদল করে ব্যর্থতায় নয়, কামড় বসাতে অন্যভাবে ভিন্নস্বভাবে ।
গোল উদযাপনে নতুনত্ব । ক্যামেরার সামনে এসে কালের মহাতারকা কে বলে গেলো ?
শত উত্তরের মাঝে আপাতত সেরা জবাব ‘নিন্দুক শিবিরের কাছে রোনালদোর নীরব অথচ হেমলকীয় প্রত্যুত্তর’ ।
পরিশেষে,
আমিই রোনালদো !
আমিই অফফর্মের রোনালদো !
তোমরা কে হে?
আমি শীর্ষে, আমার সাদা শিবির শ্রেষ্ঠত্বে ।