
আজ আর কান্না নয় । পরাজয়েও তৃপ্তি থাকে । আমরা তৃপ্ত, আমরা গর্বিত ।
ভারত সারা বছর যত টি-২০ খেলে আমরা গত ৯ বছরেও তত খেলিনি বোধহয় ।
১৬ কোটি প্রাণের প্রার্থনার সাথে ওদের ১১ জনের চেষ্টাটা হয়ত এবার বিফলে গেল । তবে এই শুরু । আবারও কোনও এক ফাইনাল খেলবো আমরা । একদিন ঠিকই শ্রেষ্ঠত্বের মুকুট পড়বো ।
ধন্যবাদ মাশরাফি, রিয়াদ ।
ধন্যবাদ বাংলাদেশ দল । সমর্থন,
কৃতজ্ঞতা, ভালবাসা ও প্রার্থনা সর্বদা ।