
ব্রাজিলের হেক্সা কুফা কাটছেই না। বিশ্বকাপের পর অ-২০ বিশ্বকাপে এই মাত্র সার্বিয়ার কাছে ২-১ গোলে ফাইনালে হেরে কুফাটা রয়েই গেলো।
এদিকে আর এক হেক্সা কোপাতে নেইমার চার ম্যাচের জন্য সাসপেন্ড। এটা ও কঠিন হয়ে গেলো।
সার্বিয়া হয়তো এবার ইউরো কোয়ালিফাই করতে পারবে না কিন্তু পরের বিশ্বকাপে দারুন টিম নিয়ে আসবে। অ-২০ টিমটাও দারুন।
অভিনন্দন সার্বিয়া।