
কি বললেন? ইমরুল কায়েস নিজেও এই ক্যাচ মিসের জন্য সারা জীবন আক্ষেপ করবে? লল ম্যান। কটা ক্যাচ মিস নিয়ে সে আক্ষেপ করবে? তার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত কটা ক্যাচ সে মিস করছে তার পরিসংখ্যান বের করতে যান; নিচের দিক ভিজে যাবে। সে যে পরিমাণ ক্যাচ মিস করছে সে পরিমাণ ক্যাচ অনেকে পুরা ক্যারিয়ারে পায় নাই। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার কি জানেন? এই যে ইমরুল এত ভুরিভুরি ক্যাচ মিস করে তারপরও তার এই ব্যাপারে উন্নতি করার কোন ইচ্ছা দেখা যায় না।
ভুল একবার করলে সেটা ভুল। মাপ করে দেয়া যায়। দ্বিতীয় বার একই ভুল করলে সেটা ভুল না। অপরাধ। অপরাধের জন্য পাছায় জালি বেত মারতে হয়।
আমি সুশীল না। উচিত কথা বলে দেয়ার বেরাম আছে আমার। দুঃখিত।